মাগুরা থেকে ট্রাক চুরির ঘটনায় রোমান মোল্লা(২৬) নামের এক ট্রাক চালককে আটক করেছে সদর থানা পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে দেয়া তথ্য গোপালগঞ্জের কাশিয়ানী থেকে চুরি হওয়া ট্রাক উদ্ধার করা হয়।
মাগুরা সদর থানা পুলিশ সুত্রে জানা যায়, ট্রাকের মালিকের করা মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি রোমান মোল্ল্যাকে আটক সহ চুরি হওয়া ট্রাক উদ্ধার করা হয়। মামলার এজাহারে বাদি তার নিজ নামে রেজিস্ট্রেশনকৃত টাটা কোম্পানীর ৭০৯ মডেলের ট্রাকটি ড্রাইভার রোমান মোল্যাকে দিয়ে পরিচালনা করে আসছেম। ড্রাইভার রোমান ঢাকায় ট্রিপ নিয়ে যাওয়ার কথা বলে গত ২৭ সেপ্টেম্বর রাতে মাগুরা সদর থানাধীন শিবরামপুর গ্রামস্থ সরদার বাড়ীর নামক স্থান হতে ট্রাকটি নিয়ে যায়। পরে ১০-১২ দিন পেরিয়ে গেলেও মাগুরায় ফিরে না আসায় বাদী তার অবস্থান সম্পর্কে বার বার জানতে চাইলে সে এলোমেলো তথ্য দিতে থাকে। এক একপর্যায়ে ফোন বন্ধ করে দেয়। পরে মাগুরা শহরের ভাড়া বাসায় খোজ নয়ে যানতে পারেন স্ত্রী সন্তানসহ অন্যত্র চলে গেছেন তারা। এর পর গত ২১ অক্টোবর ড্রাইভার রোমান কে আসামী করে সদর থানায় মামলা করেন তিনি। এরই সুত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামী রোমানের অবস্থান নিশ্চিত হয়ে তাকে আটক করে পুলিশ। আটক রোমানের দেয়া তথ্যের ভিত্তিতে ২৩ অক্টোবর গোপালগঞ্জের কাশিয়ানী এলাকার একটি ফিলিং স্টেশন থেকে চুরি হওয়া ট্রাক উদ্ধার করে পুলিশ।