মাগুরা প্রেসক্লাবের উন্নয়নে বিশেষ অবদানের জন্য নতুন আরো তিন জনকে আজীবন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।গতকাল শুক্রবার প্রেসক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতি ক্রমে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপত্বিতে অনুষ্ঠিত সাধারণ সভায় ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক প্রেস ক্লাবের উন্নয়নে আর্থিক ভাবে উল্লেখযোগ্য অবদান রাখায় স্বীকৃতি স্বরূপ নতুন ৩ জনকে আজীবন সদস্য পদ প্রদানের প্রস্তাব উপস্থাপন করেন। সর্ব সম্মতিক্রমে মাগুরার কৃতি সন্তান মো: মাসুদ পারভেজ আস্থা ট্রিপের স¦ত্বাধিকারী, শরীফ আজিজুল হাসান মোহন, ইম্পেরিয়াল রিয়েলএস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ব্যাবসায়ী কৃষিবিদ ড. আলী কে মাগুরা প্রেসক্লাবের আজীবন সদস্য পদ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
ইতি পূর্বে কাজী সালিমুল হক জিকিউ গ্রুপ অব ইন্ডাস্ট্রিস লিমিটেড পরিচালক, মীর গ্রুপের পরিচালক মীর নাসির হোসেন ইনসেপ্টা ফার্মাসিটিক্যালস এর চেয়ারম্যান আব্দুল মুক্তাদির চেয়ারম্যান ও মো: তৌহিদুজ্জামান ম্যানেজিং ডিরেক্টর রাধুগা হোল্ডিংস্ লিমিটেড পরিচালক মাগুরার এই চার কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি কে আজীবন সদস্য পদ প্রদান করা করে।
এ ছাড়াও এদিন দীর্ঘদিন পর নতুন ৩৩ সাংবাদিককে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।