ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মাগুরা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে জেলার প্রাক্তন ফুটবল খেলোয়াড়দের মিলনমেলা ও প্রীতি এক ফুটবল ম্যাচে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মাগুরা স্টেডিয়ামে মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি দ্বায়িত্ব প্রাপ্তির পর জেলার প্রাক্তন ফুটবলারদের সমন্বয়ে এই আয়োজন করে।
জেলার প্রাক্তন ফুটবলারদের মিলনমেলা ও প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা ও মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সভাপতি শরীফ আজিজুল হাসান মোহন।
এ ছাড়াও সাবেক সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেতা মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আক্তার হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক,জেলা জামায়াতের আমীর এমবি বাকের, বিএনপি নেতা আলমগীর হোসেন, কুতুব উদ্দিন কুতুব, এ্যাড, শাহেদ হাসান টগর জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস উপস্থিত ছিলেন ।
নবনির্বাচিত কমিটির সভাপতি সাবেক কৃতি ফুটবলার শরীফ আজিজুল হাসান মোহন বলেন, ক্রীড়াঙ্গনে বিশেষ করে ফুটবলে সেই পূর্ব পাকিস্তান আমল হতে মাগুরার কৃতি খেলোয়াড়েরা বিশেষ অবদান রেখেছে। দীর্ঘদিনের মাগুরার গৌরবময় সেই ফুটবল ইতিহাসের পুনরুদ্ধারে কাজ করবেন। সেই সাথে ফুটবলসহ জেলার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে বর্তমান প্রজন্মকে ক্রীড়ামুখী করে গড়ে তুলতে চান তারা। এ কাজে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
বাংলাদেশ বেতারের জনপ্রিয় ধারাভাষ্যকার প্রদ্যুৎ কুমার রয় এর চমৎকার ধারাবিবরণীর প্রীতি এই ফুটবল খেলায় “ক”ফুটবল একাদশকে ৫-০ গোলে পরাজিত করে “খ”ফুটবল একাদশ জয় লাভ করে।তুমুল উত্তেজনাপূর্ণ খেলায় অংশ নেয় দেশের বিভিন্ন পর্যায়ের ফুটবল ক্লাবে অংশ নেয়া প্রাক্তন কৃতি ফুটবলাররা।
দীর্ঘদিন পর জাঁকজমকপূর্ণ এই প্রীতি ফুটবল আয়োজন উপস্থিত জেলার প্রাক্তন খেলোয়াড়, সাংবাদিকসহ কয়েক শত ক্রীড়া অনুরাগী দর্শক শ্রোতা উপভোগ করেন।