গত ৪ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাগুরা পারনান্দুয়ালী এলাকায় আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় মাগুরা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাব্বী। এদিকে ঘটনার সময় তার স্ত্রী ছিলেন ছয় মাসের অন্তঃসত্ত্বা।মেহেদী হাসান রাব্বী শহিদ হওয়ার চার মাস সাত দিন পর ঘর আলোকিত করে জন্ম নেয় ফুটফুটে এক কন্যা সন্তান। কিন্তু সেই কন্যা সন্তানের সৌভাগ্য হলো না তার জন্মদাতা পিতাকে দেখার। এ নিয়ে শহিদ রাব্বীর পরিবারের সদস্যদের বিলাপ যেন আর শেষ হয় না। আজ বুধবার ১১ ডিসেম্বর রাত দশটার দিকে মাগুরা শহরের একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম হয়। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, নবজাতক ও মা সুস্থ আছেন। তার স্ত্রীর সিজারিয়ানের সমস্ত খরচ বহন করবেন বলে মাগুরা জেলা বিএমএ র সভাপতি প্রফেসর ডাক্তার আলিমুজ্জামান ও সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডাক্তার আব্দুল হাই এ ঘোষণা দেন।